Friday, July 5

বিরোধীদল সেনবাহিনীর ভাবমূর্তি নষ্টের অপপ্রয়াস চালাচ্ছে: মোহাম্মদ নাসিম

সিরাজগঞ্জ : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, 'ওয়াশিংটন টাইমসে খালেদা জিয়া নিবন্ধ লিখে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করিয়ে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আবার এখন তিনি বলছেন, সেটি তার লেখা নয়। কিন্তু সত্য কখনো চাপা থাকে না। ওয়াশিংটন টাইমস কর্তৃপক্ষ স্বীকার করেছে ঐ লেখাটা খালেদার।

আজ শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি কথা বলেন।

নাসিম অভিযোগ করেন, বিএনপি সর্বদা মিথ্যা বলতে অভ্যস্ত। তারা নির্লজ্জভাবে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছে। নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকার কারণেই চারটি সিটি নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে। অথচ এই নির্বাচন কমিশনকে তারা সরকারের আজ্ঞাবহ বলেছে। 

তিনি আরো বলেন, বিরোধীদল সেনবাহিনীর ভাবমূর্তি নষ্ট করার নানা অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। সাভারে রাতদিন পরিশ্রম করে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী উদ্ধার তত্পড়তা চালিয়েছে। সে ঘটনাকে বিতর্কিত করতে রেশমা উদ্ধারের ঘটনাকে নাটক সাজিয়ে বিদেশী পত্রিকায় প্রকাশ করে বিভ্রান্তি ছড়িয়েছে।

কিশোরগঞ্জের উপ নির্বাচনের কথা উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, অবাধ ও শান্তিপূর্ণভাবে কিশোরগঞ্জে উপ নির্বাচন হয়েছে। কোন মিডিয়ায় কারচুপির কথা বলেনি। অথচ বিএনপি মহাসচিব নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ডাহা মিথ্যাচার করছে। যদিও এ নির্বাচনে তারা সরাসরি কোন প্রার্থী না দিয়ে ডামি প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ ছিল। তারা চারটি সিটি নির্বাচনের পূর্বে বলেছিল, নির্বাচনে কারচুপি হবে। কিন্তু নির্বাচনে তাদের প্রার্থী জয়লাভ করার পর তারা নিশ্চুপ ছিল। নির্বাচনের ১১ দিন পর তারা এ নির্বাচনে কারচুপির অভিযোগ করছে। তাহলে কি তাদের প্রার্থীরা কারচুপি করে জিতেছে ?

সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. কে এম হোসেন আলী হাসান, সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, মোস্তফা কামাল খান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিত্সক ডাঃ হাবিবে মিল্লত মুন্না, শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইসহাক আলী ও সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা উপস্থিত ছিলেন।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়