Monday, July 22

মুক্তিযোদ্ধা হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন


চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের উষখাইন গ্রামে এক মুক্তিযোদ্ধাকে গুলি করে হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাদের প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড দিয়েছেন।
এছাড়া আদালত আটজন আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের  বেকসুর খালাস দিয়েছেন। আসামীরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
সোমবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত  জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় দিয়েছেন।
চট্টগ্রাম  জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল হাশেম বলেন, ‘তিনজন আসামীর বিরুদ্ধে দন্ডবিধির ৩০২/৩৪ ধারায় আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারায় আদালত তাদের সাজা দিয়েছেন।’
দন্ডিত তিন আসামী হল, মুজিবর রহমান, সাখাওয়াত এবং ফরিদুল আলম। এদের মধ্যে মুজিবুর রহমান ও সাখাওয়াত পলাতক আছেন।
আদালত সূত্রে জানা  গেছে, ১৯৯৯ সালের ২ নভেম্বর উষখাইন গ্রামে ক্রিকেট  খেলা নিয়ে বিরোধের  জের ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে স্থানীয় মুক্তিযোদ্ধা ও পল্লী চিকিৎসক আবু তাহেরকে গুলি করে হত্যা করে ছাত্রলীগ নামধারী এলাকার কয়েকজন দুর্বৃত্ত। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আবু তাহেরের সঙ্গে তাদের রাজনৈতিক বিরোধও ছিল।
এ ঘটনায় ওইদিন রাতে আবু তাহেরের  ছোট ভাই  মো.ইদ্রিস বাদি হয়ে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন। এতে  মোট ১১ জনকে আসামী করা হয়।
মামলা তদন্ত শেষে ২০০০ সালের ২৭ মার্চ আসামীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০০৩ সালের ১৩ অক্টোবর আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।
অভিযোগপত্রে উল্লেখ করা সাক্ষীদের মধ্যে  মোট ১৪ জনের সাক্ষ্যগ্রহণ  শেষে  সোমবার আদালত এ রায়  ঘোষণা করেন। রায়  ঘোষণার পর আসামী ফরিদুল আলমকে কারাগারে পাঠানো হয়।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়