Wednesday, July 17

মুজাহীদের রায়কে প্রত্যাখান করে কানাইঘাটে জামায়াতের মিছিল

নিজস্ব প্রতিবেদক:
 যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারী আলী আহসান মোহাম্মদ মুজাহীদ কে আর্ন্তজাতিক ট্রাইবুন্যাল আদালত কর্তৃক মৃত্যুদন্ডের রায় প্রদান করায় রায়কে প্রত্যাখান করে এবং আজ ও আগামীকালকের হরতালের সমর্থনে কানাইঘাট বাজারে মিছিল করেছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। বিকেল ২টায় মুজাহীদের রায়কে প্রত্যাখান করে ট্রাইবুন্যাল বিরোধী স্লোগান দিয়ে জামায়াত শিবিরের নেতাকর্মীরা বাজারে মিছিল বের করে। মিছিলটি পূর্ব বাজারে যাবার পথে কানাইঘাট থানা পুলিশের গাড়ী মিছিল অতিক্রম করার সময় হরতাল সমর্থনকারীরা পুলিশের বিরুদ্ধে স্লোগান দিলে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। তবে পুলিশের সাথে জামায়াত শিবিরের নেতাকর্মীদের কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে বাইপাস মুড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে সংপ্তি বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওঃ আব্দুল করিম, সেক্রেটারী মাওঃ কামাল আহমদ, জামায়াত নেতা ডাঃ আব্দুর রকিব, জেলা শিবিরের স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক ফখরুল আলম সেলিম, থানা শিবিরের সভাপতি রশিদ আহমদ, শিবির নেতা ইকবাল, মারুফ, পাবেল প্রমুখ। অপরদিকে গতকালকের সকাল সন্ধ্যা হরতালের সময় জামায়াত শিবিরের নেতাকর্মীরা মনসুরিয়া মাদ্রাসা পয়েন্ট, বড়দেশ, সড়কের বাজারসহ কয়েকটি স্থানে পিকেটিং ও মিছিল করে। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়