Saturday, July 6

ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় যুবক নিহত


কালীগঞ্জ (ঝিনাইদহ): ঝিনাইদহে চলন্ত ট্রেনের ধাক্কায় বাদশা (২৪) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত বাদশা ঢাকার কেরানীগঞ্জের রসুলপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। 
শনিবার দুপুর ১২টার দিকে বাদশা বারোবাজার ও মোবারকগঞ্জ রেলস্টেশরেন মাঝামাঝি পিরোজপুর এলাকায় ট্রেন লাইনের উপর দিয়ে মোবাইলে কথা বলতে বলতে হাটছিল। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামি সাগরদাড়ী এক্সপ্রেস তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সে মারাত্বক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। নিহত যুবক ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কুল্লাপাড়া গ্রামের বোনের বাড়ি বেড়াতে এসেছিল। 
মোবারকগঞ্জ রেলস্টেশন মাস্টার নজরুল ইসলাম জানান, আমি লোকমুখে শুনেছি তবে তার মৃতদেহ যশোর হাসপাতালে থাকায় আমাদের কেউ অফিসিয়াল রিপোর্ট করেনি।-ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়