Tuesday, July 9

হ্যাকিং উদ্বেগ নিয়ে চীন-মার্কিন আলোচনা; কাল মন্ত্রী পর্যায়ের বার্ষিক বৈঠক

ঢাকা : চীন ও মার্কিন কর্মকর্তারা সাইবার হামলা এবং হ্যাকিং নিয়ে উদ্বেগের বিষয়ে আলোচনার করেছেন।

সাইবার হামলা ও হ্যাকিং সমস্যা মোকাবেলার জন্য দেশ দু’টি গত এপ্রিলে এ ওয়ার্কিং গ্রুপ গঠন করে। 

আলোচনায় বেইজিংয়ের পক্ষে নেতৃত্ব দেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা দাই বিং এবং মার্কিন দলের নেতৃত্বে ছিলেন সাইবার বিষয়ক সমন্বয়কারী ক্রিস্টোফার পেইন্টার।

বৈঠকের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি বলেছেন, সাইবার জগতের আন্তর্জাতিক আইন ও আচরণ নিয়ে দু’পক্ষের মধ্যে মতবিনিময় হবে বলে এ বৈঠকের পর আশা করা হচ্ছে।

বিশ্বের বড় দুই অর্থনৈতিক শক্তির মধ্যে বার্ষিক মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে এ আলোচনা অনুষ্ঠিত হলো। আগামীকাল বুধ ও বৃহস্পতিবার ওয়াশিংটনে মন্ত্রী পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।

চীনা স্টেট কাউন্সিলর ইয়াং জেইসি ও ভাইস প্রেসিডেন্ট ওয়াং ইয়াং এতে যোগ দেবেন। অন্যদিকে, ওয়াশিংটনের পক্ষে উপস্থিত থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং অর্থমন্ত্রী জ্যাকব লিউ।

মার্কিন বাণিজ্যিক সংস্থাগুলোর বিরুদ্ধে চীন সাইবার গোয়েন্দাবৃত্তি চালাচ্ছে বলে এর আগে ওয়াশিংটনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। কিন্তু চীনের নেটওয়ার্কসহ বিশ্বে নানা দেশের বিরুদ্ধে আমেরিকা নিয়মিত সাইবার গোয়েন্দা ততপরতার চালিয়ে তথ্য সংগ্রহ করছে বলে সম্প্রতি সিআইএ’র সাবেক কর্মকর্তা এওডয়ার্ড স্নোডেন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। ‘প্রিজম’ নামের এ কর্মসূচির কথা প্রকাশিত হওয়ার পর মার্কিন অভিযোগ অনেকটা মূল্যহীন হয়ে পড়েছে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়