Saturday, July 6

সোমবার মহম্মদপুরে আসছেন কাজী কামাল

মহম্মদপুর (মাগুরা) : মাগুরা-২ আসনের সাবেক এমপি, বিশিষ্ট শিল্পপতি ও বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী সালিমুল হক কামাল সোমবার মাগুরার মহম্মদপুরে আসছেন। তার আগমন উপলক্ষ্যে স্থানীয় স্বেচ্ছাসবক দলের উদ্যোগে কর্মী সামাবেশের আয়োজনের জোর প্রস্তুতি চলছে।
সূত্র জানায়, আগামী সোমবার সকালে স্থানীয় কাজী সালিমা হক মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে বিরাট কর্মী সমাবেশের আয়োজন করা হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ কাজী সালিমুল হক কামাল উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করবেন।
দীর্ঘ বছর পর মহম্মদপুরে কাজী সালিমুল হক কামালের আগমণকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেয়ার জোর প্রস্তুতি নিয়েছে স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
ইতোমধ্যে দলীয় নেতা-কর্মীরা উপজেলার সর্বত্র ব্যানার সেটেছেন। মাইকে প্রচার-প্রচারণাও চলছে হরদম। কর্মী সমাবেশটিকে জনসভায় রুপান্তরের জন্য দলের কর্মীরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। সমাবেশে জেলা, উপজেলা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা স্বেচ্ছাসবক দলের সভাপতি জহুরুল হক।
এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহুরুল হক বলেন, কর্মী সমাবেশে প্রধান অতিথিকে সংবর্ধনা দেয়া হবে। সমাবেশটি সফলভাবে সম্পাদনের জন্য ইতোমধ্যে সবরকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়