Thursday, July 18

মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় চলতি মেয়াদেই কার্যকর হবে: হানিফ

ঢাকা : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ক্ষমতায় আসার আগে মহাজোট জনগণের কাছে যুদ্ধাপরাধীদের বিচারের যে প্রতিশ্রুতি দিয়েছিল সে অনুযায়ী কাজ হচ্ছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগ দক্ষিণের এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, সরকারের এই মেয়াদেই মানবতাবিরোধী অপরাধের বিচারের সব কটি রায় কার্যকর করা হবে।
যুদ্ধাপরাধ মামলার অনেকগুলো রায় হয়েছে। কোনো রায়ের পরেই বিএনপি প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। বরং তারা যুদ্ধাপরাধীদের লালন-পালন ও পৃষ্ঠপোষকতা করছে। বিচার কাজ বাধাগ্রস্ত করছে।

ইসমাঈল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখর, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, নগর দক্ষিণ যুবলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম আরিফ প্রমুখ।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়