Sunday, July 21

মার্কিন গোয়েন্দাবৃত্তি নিয়ে চাপের মুখে জার্মান চ্যান্সেলর মারকেল

ঢাকা : মার্কিন গোয়েন্দাবৃত্তির বিষয়ে তথ্য প্রকাশ না করার জন্য রাজনৈতিক চাপের মুখে পড়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল।

সম্প্রতি মারকেল এক সংবাদ সম্মেলনে মার্কিন গোয়েন্দাবৃত্তির বিষয়ে কোনো তথ্য প্রকাশ না করে বরং তার সরকারের অবস্থানকে সঠিক বলে মন্তব্য করেছেন। এ ছাড়া, তিনি বলেছেন, তার সরকার এ নিয়ে আমেরিকার ওপর যথাযথ চাপ সৃষ্টি করেছে।

মধ্য-বাম দলের নেতা পিয়ের স্টেইনব্রুয়েক মারকেলের এ মন্তব্যকে উদ্বেগজনক নির্বুদ্ধিতা ও অসহায়ত্ব বলে মন্তব্য করেছেন।

স্টেইনব্রুয়েক বলেন, “আমি মনে করছি মারকেল শুধু আমেরিকার জন্য অপেক্ষায় আছেন যে তারা তাকে গোয়েন্দাবৃত্তির বিষয়ে সব তথ্য জানাবে।”

অন্যদিকে, গ্রিনপার্টি বলেছে, মারকেলের কথায় তারা কোনোরকম আশ্বস্ত হতে পারেনি বরং চ্যান্সেলরের বক্তব‍্যকে দলটি জনগণের জন্য অপমান বলে উল্লেখ করেছে।

গত শুক্রবারের সংবাদ সম্মেলনে মারকেল নিজ দেশের ওপর গোয়ন্দাবৃত্তির জন্য আমেরিকার বিরুদ্ধে কোনো সমালোচনামূলক কথা বলেননি। এর বিপরীতে তিনি বলেছেন, গোয়েন্দাবৃত্তি নিয়ে সব প্রশ্নের জবাব দিতে আমেরিকার একটু সময় লাগবে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়