Wednesday, July 17

না’গঞ্জে মহাজোট এমপির পুত্রের সহযোগী গুম!


নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের মহাজোটের সংসদ সদস্য, জাতীয় পার্টির সভাপতিম-লীর সদস্য নাসিম ওসমানের একমাত্র বহুল আলোচিত গুণধর ছেলে আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ওরফে ভ্রমর গুম হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে।
পরিবারের দাবি, সোমবার রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে প্রশাসনের লোক পরিচয়ে ভ্রমরকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর থেকেই ভ্রমর নিখোঁজ রয়েছে।
এ নিয়ে গত ১০ দিনে নারায়ণগঞ্জে তিনটি গুমের ঘটনা ঘটেছে যাদের কারোরই এখন পর্যন্ত সন্ধান মেলেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আটক বা গুমের অভিযোগ স্বীকার করা হয়নি।
এ ঘটনায় ভ্রমরের স্ত্রী তানিয়া আক্তার কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সুলতান শওকত ওরফে ভ্রমর শহরের শহীদ সোহরাওয়ার্দ্দী রোড এলাকার বাসিন্দা।
জিডিতে উল্লেখ করা হয়, গত ৪/৫ দিন আগে ভ্রমর ইঞ্জিন মেরামত করার জন্য কেরানীগঞ্জ নাজিরাগঞ্জ জাবিফ অটো মোবাইল গ্যারেজে গাড়ি দিয়ে আসে। সোমবার সন্ধ্যায় ভ্রমর ও তার বন্ধু এজাজ গাড়িটি আনতে যায়। এসময় অজ্ঞাত একটি মাইক্রোবাসে করে আসা ৬/৭জন ব্যক্তি নিজেদের প্রশাসনের লোকজন পরিচয় দিয়ে ভ্রমরকে জোর করে ওই গাড়িতে তুলে নিয়ে যায়।
তানিয়া আক্তার জানান, ঘটনার পর থেকে ভ্রমরের মোবাইল ফোন নম্বরটি বন্ধ রয়েছে। পরে র‌্যাব, পুলিশ ও ডিবির সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউই ঘটনা স্বীকার করেনি।
ভ্রমরের ভাই মাহমুদ হোসেন ডলার জানান, আমরা অনেক জায়গাতে খোঁজাখুজি করেও ভ্রমরের কোন খোঁজ পাইনি। বিষয়টি খুবই উদ্বেগজনক। ভ্রমরকে গুম করে ফেলা হয়েছে বলে আমরা ধারণা করছি। কেরানীগঞ্জ থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, জিডির ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান সাংবাদিকদের জানিয়েছেন, ভ্রমর আমার ঘনিষ্ঠ ছোট ভাই। তার সঙ্গে আমার ছোট ভাইয়েরও সম্পর্ক রয়েছে। এর বেশি কোন সম্পর্ক তার সঙ্গে আমার নেই।
উল্লেখ্য,  এর আগে গত ৬ জুলাই ঢাকার গুলশানের ২ নম্বর থেকে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের বহিষ্কৃত প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম ভূইয়া ওরফে ক্যাঙ্গারু পারভেজকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায় অজ্ঞাতরা। এছাড়া ১৫ জুলাই নারায়ণগঞ্জ জেলা কারাগারের মূল ফটক থেকে র‌্যাব পরিচয়ে তুলে নিয়ে যায় তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার সন্দেহজনক আসামি ইউসুফ হোসেন লিটনকে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়