নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা আজ রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত কমিটির সদস্যরা উপজেলার সার্বিক আইন শৃঙ্খলার চিত্র তুলে ধরেন। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে উল্লেখ করে থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুল আওয়াল চৌধুরী এক্ষেত্রে জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকলের সহযোগিতা চেয়েছেন। তিনি আইন শৃঙ্খলার উন্নয়নের লক্ষ্যে চিহ্নিত অপরাধী, মাদক ব্যবসায়ী, মাদক সেবী, জুয়াড়ীদের গ্রেফতার করতে উপজেলা জুড়ে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান। ৫নং বড়চতুল ইউপির চেয়ারম্যান মুবেশ্বির আলী জানান, তার ইউনিয়নে গরুচুরি বৃদ্ধি পেয়েছে। গরুচোরদের তালিকা তৈরি করে গ্রেফতারের দাবী জানান। লক্ষীপ্রসাদ ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী বলেন, এলাকায় ছোটখাট অপরাধ গ্রাম আদালতে সম্পন্ন করা হলেও অনেক সময় চেয়ারম্যানদের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা করা হয়। এ ক্ষেত্রে পুলিশ প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা পালনের দাবী জানান। সাংবাদিক নিজাম উদ্দিন পৌর শহরের যানজট নিরসনে কার্যকারী ব্যবস্থা নেওয়ার দাবী জানান প্রশাসনের কাছে। এদিকে গতকাল একই দিনে উপজেলা সমন্বয় কমিটি এবং চোরাচালনী প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। মাসিক সমন্বয় কমিটির সভায় উপজেলার সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ড সচ্ছতা ও জবাব দিহিতার উপর গুরুত্বারোপ করা হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়