Thursday, July 11

আবারো ঢাকায় আসছে আকসু

ঢাকা: বাংলাদেশ ক্রিকেটের ‘স্পট ফিক্সিং’ ও ‘ম্যাচ ফিক্সিং’ বিষয়ে তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়ার কথা আইসিসির দুর্নীতি ও নিরাপত্তা ইউনিট শাখার (আকসু)।তবে বারবার তারিখ দিয়েও চূড়ান্ত রিপোর্ট জমা দিতে পারেনি তারা। এখন শোনা যাচ্ছে, স্পট ফিক্সিং ও ম্যাচ ফিক্সিং ইস্যুতে জিজ্ঞাসাবাদের জন্য আবার ঢাকায় আসছেন আকসুর কর্মকর্তারা। বিসিবির ভারপ্রাপ্ত সিইও নিজামউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এবার নাকি তারা জিজ্ঞাসাবাদ করবেন চিটাগাং কিংস ও বরিশাল বার্নার্সের মালিকদের। বিপিএল সম্পর্কে আকসুর তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথা জানিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ পর্যন্ত তিন-তিনবার তারিখ দিয়েছেন মিডিয়াকে। কিন্তু আদতে সেই প্রতিবেদন এখনো বোর্ডের হাতে পৌঁছায়নি বলে জানা যাচ্ছে। অথচ ম্যাচ গড়াপেটা ও স্পট ফিক্সিং কান্ডে আশরাফুল ভোগ করছেন শাস্তি। ইতিমধ্যে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের দেশী-বিদেশী ক্রিকেটার, মালিকসহ কোচিং স্টাফদের সঙ্গেও কথা বলেছেন আকসু কর্মকর্তারা। এর পরও তদন্ত শেষ হয়নি।  আবার ঢাকা আসছেন আকসুর কর্তারা।

ডিনিউজবিডি/সোহেল

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়