Tuesday, July 9

চাঁদ দেখা যায়নি, বৃহস্পতিবার রোজা শুরু

ঢাকা : বাংলাদেশের কোথাও মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা শুরু করবেন বৃহস্পতিবার থেকে।
 
বৃহস্পতিবার থেকে রোজা রাখা হবে বলে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে ঘোষণা করা হয়।
 
রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম মিলনায়তনে সভা হয়। এতে ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়াসহ চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
 
সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী রমজানের চাঁদ দেখা না যাওয়া বৃহস্পতিবার থেকে রোজা রাখার ঘোষণা দেন।
 
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে বুধবার থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়