Thursday, July 11

নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতিকে অব্যাহতি দিতে বৈঠক

কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রেসক্লাবের দ্বিতীয় গ্রুপ কাদের-ফারুক প্যানেল টির সদস্যদের দ্বন্দ্ব জটিল আকার ধারন করেছে। মোট  ২১ সদস্যদের ১৩ জনই সাংবাদিক সদস্য সভাপতিকে তার পদ থেকে অব্যহতি দিতে বৈঠক করেছেন। তারা সভাপতিকে অব্যাহতি দিতে একমত হয়েছেন বলে জানা গেছে।সম্প্রতি নাঙ্গলকোট পৌর বাজারের প্রধান রেলগেইটস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহ সভাপতি আবুল খায়ের। পরিচালনা করেন সেক্রেটারী ওমর ফারুক। তবে সভাপতি থাকা অবস্থায় তাকে পাশ কাটিয়ে সাংবাদিক সদস্যদের এই সভার কোনো আইনগত ভিত্তি নেই বলে দাবি করেন বির্তকিত সভাপতি  অধ্যাপক আবদুল কাদের। জানা গেছে সভায় উপস্থিত  বাকী ১১ সদস্য হলেন বারী উদ্দিন আহমেদ বাবর,মাস্টার সোহরাব,রতন মজুমদার, শরীফ আহমেদ মজুমদার, বাহার মাহমুদ, দুলাল মিয়া, অহিদ উল্যাহ পাটোয়ারী, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আজিম উল্যাহ হানিফ, আলা উদ্দিন আল আজাদ প্রমুখ। ওমানের মাস্কেট শহরে থাকার কারণে আসতে পারেননি মুকুল মজুমদার, ব্যক্তিগত ব্যস্ততায় আসেননি আজিজ উল হক, ইসমাইল হোসেন রতন। প্রসঙ্গত, প্রেসক্লাবের সদস্যপদে ২১ জন সদস্য রয়েছেন। ইতিমধ্যে ১০ জন সদস্য সভাপতির কার্যকলাপের বিরুদ্ধে একাধিক বৈঠক করেছেন।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়