Monday, July 8

কালিয়াকৈরে ৮০ কেজি কারেন্ট জাল উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর): সোমবার সকালে কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের আলয়া বিলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৮০ কেজি অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে। 
মৎস অফিস সূত্রে জনা যায়, সকালে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে আলয়া বিলে অভিযান চালিয়ে ৮০ কেজি অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে। পরে বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উদ্ধারকৃত জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা মামুন অর রশিদ চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ রেজা আল মামুন, শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আইরিন পারভীন, মৎস সম্প্রসারণ কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়