Thursday, July 4

ধর্ষণ প্রতিরোধ বরিশালে শিক্ষার্থীদের মানববন্ধন

বরিশাল: ধর্ষণ প্রতিরোধ বরিশালে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল সম্মুখে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে। কর্মসূচিতে বক্তব্য রাখেন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, তরুণ সংগঠক রাশেদ ইমাম, প্রদিপ চন্দ্র হালদার, অন্তর চক্রবর্তী প্রমুখ। 
বক্তারা বলেন, পারিবারিক ও সাংস্কৃতিক পরিমন্ডলে নারীর ক্ষমতায়ান নিশ্চিত এবং যৌন হয়রানী প্রতিরোধে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে ধর্ষণ প্রতিরোধ কোন কঠিন ব্যাপার নয়। তবে এক্ষেত্রে শহর থেকে গ্রাম পর্যায় পর্যন্ত সচেতনতা তৈরিতে কাজ করতে হবে। (ডিনিউজ)

শেয়ার করুন

1 comment:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়