Saturday, July 13

কেশবপুরে ত্রিমোহিনী সড়কের বেহাল দশা

কেশবপুর (যশোর): কেশবপুরের ত্রিমোহিনী সড়কে অসংখ্যা বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে চরম বিঘœ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি এসড়কে যাত্রীরা চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হওয়াসহ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। 
জানা গেছে, কেশবপুর উপজেলা সদর থেকে প্রায় ৮ কিঃ মিঃ দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিমোহিনী সড়কটি সমান্তবর্তী কলারোয়া উপজেলা সদরের সাথে সংযুক্ত হওয়ায় সড়কটি অত্যান্ত গুরুত্বপুর্ন। এসড়ক দিয়ে প্রতিদিন ট্রাক, পিকআপসহ অসংখ্যক যানবাহন চলাচল করে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এসড়কে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলের চরম বিঘœ ঘটছে। পাশাপশি প্রতিনিয়ত যাত্রীরা ছোটখাট দূর্ঘটনার শিকার হচ্ছেন। বর্তমান বর্ষা মৌসুমে এ সড়ক দিয়ে প্রতিনিয়ত গরু, কাঠ, ধান, পাট বোঝাই ট্রাক, পিকআপ, আলমসাধূসহ ভারী যানবাহন চলাচল করায় সড়কটির আরও নাজুক হয়ে পড়েছে। বিশেষ করে বায়সা মোড় হতে ত্রিমোহিনী বাজার পর্যন্ত প্রায় ৫ কিঃ মিঃ সড়ক যানবাহন চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়েছে। গত ১১ জুলাই ৬/৭ জন শ্রমিক দু’ট্রাক আদলা ইট দিয়ে সড়কের বড় বড় গর্ত ভরাট করার চেষ্টা করা হয়েছে। কিন্তু রুলার ব্যবহার না করায় ইট ব্যবহারের কোন সুফল পাচ্ছে না যাত্রীরা । সড়কটি সংস্কারের মাধ্যমে অবিলম্বে জনদুর্ভোগ লাঘব করার জন্য ভুুক্তোভুগি মহল সংশ্লি¬ষ্ট উর্র্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। --ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়