Sunday, July 28

'আগস্টেই আকসু’র রিপোর্ট'

আগস্টেই আসতে পারে আইসিসির দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিট (আকসু) তদন্ত রিপোর্ট। চ্যানেল টোয়েন্টিফোরের সাথে একান্ত আলাপে শনিবার এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
আকসু’র রিপোর্টে কাদের নাম থাকতে পারে; এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বলেন, "রিপোর্ট হাতে পাওয়ার আগে ঠিক বলা যাচ্ছে না। তবে জাতীয় দলের কোনো ক্রিকেটারের নাম থাকবে বলে মনে হয়না। যদি থাকেও তবে হয়তো এক-দুইজনের নাম থাকতে পারে। সবচেয়ে বড় হলো আশরাফুলের বিষয়টি। এখন আমাদের অপেক্ষা মূলত রিপোর্ট হাতে পাওয়ার।"
পাপন বলেন, "আগস্টের সাত থেকে দশ তারিখের মধ্যেই হয়তো রিপোর্ট হাতে পেয়ে যাবো। খুব বেশি হলে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত দেরি হতে পারে। তবে আগস্টেই পাবো; এটি নিশ্চিত।"
বিসিবি নির্বাচন নিয়ে করা প্রশ্নে বিসিবি প্রেসিডেন্ট বলেন, “২৯ জুলাই বোর্ড মিটিং ডাকা হয়েছে। আশা করছি অনুষ্ঠিতব্য মিটিংয়েই আমরা নির্বাচনের বিধিমালা এবং তারিখ জানাতে পারবো। খুব সম্ভবত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আমরা নির্বাচন আয়োজন করতে পারবো। একান্তই না পারা গেলে অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বিসিবি’র নির্বাচন।”
চ্যানেল টোয়েন্টিফোরের সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়েও কথা বলেন পাপন। তিনি আশা প্রকাশ করে জনান, সিলেট স্টেডিয়ামের কাজটি নিয়ে কিছুটা সংশয় থাকলেও তা যথা সময়ে শেষ হবে। মূলত হসপিটালিটি বক্স ও ফ্ল্যাডলাইট নিয়ে কিছুটা ঝামেলা পোহাতে হচ্ছে। সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে সকল সমস্যার সমাধান করতে।
কক্সবাজার ভেন্যু নিয়ে তিনি জানান, কক্সবাজারের ভেন্যুর কাজ খুব বেশি বাকি নেই। নারী দলগুলোর খেলা সেখানে আয়োজন করা হবে।
বিসিবি প্রেসিডেন্ট বিকল্প ভেন্যু সম্পর্কে বলেন, “সিলেট ও কক্সবাজারের বিকল্প হিসেবে আমরা নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম ও বিকেএসপি ভেন্যু প্রস্তুত করছি। এ দু’টি ভেন্যু প্রস্তুতকরণের কাজও দ্রুতই শেষ হবে।”--পরিবর্তন


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়