Wednesday, July 31

সর্বস্তরের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের স্থপতি মুক্তিযুদ্ধের সংগঠক বেলাল মোহাম্মদের মরদেহ। এখানে তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

শহীদ মিনারে তার মরদেহকে রাষ্ট্রীয় 'গার্ড অব অনার' দেন ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট অমিতাভ তালুকদার।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১টায় বেলাল মোহাম্মদের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাখা হয়। 
শহীদ মিনারে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতির পক্ষে এপিএস একেএম মনিরুল ইসলাম। শ্রদ্ধা জানিয়ে শোক বইতে স্বাক্ষরের পাশাপাশি বিভিন্ন অভিব্যক্তি প্রকাশ করেন তার সহকর্মী, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিত্বরা। 
শহীদে মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে তার মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য দিয়ে দেওয়া হবে।
এরআগে মঙ্গলবার তার মরদেহ রাজধানীর পিজি হাসপাতালের হিমঘরে রাখা হয়।

ওই দিন ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জনবিজ্ঞান ফাউন্ডেশনের চেয়ারপারসন কবি বেলাল মোহাম্মদ।--পরিবর্তন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়