Monday, July 22

প্রধানমন্ত্রী জনগণকে অপমান করেছেন

ঢাকা: ‘সিটি করপোরেশন নির্বাচনে জনগণ দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও আন্ডারগ্রাউন্ড পার্টির সমর্থকদের বিজয়ী করেছে’ এমন বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী জনগণকে অপমান করেছেন বলে মন্তব্য করেছেন রাজশাহীর নবনির্বাচিত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

সোমবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেছেন।

গত ১৫ জুন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে একচেটিয়াভাবে বিএনপি সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হন।রোববার চারসিটির নবনির্বাচিত মেয়রদের শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার করে শপথ পড়িয়েছেন বলে মন্তব্য করেছেন সিলেটের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী।

আর খুলনার মেয়র মনিরুজ্জামান মনি অবিলম্বে মেয়রদের দায়িত্ব হস্তান্তরের দাবি জানান।

অন্যদিকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে বিএনপির মুখ উজ্জ্বল করার কথা বললেন বরিশালের নবনির্বাচিত মেয়র আহসান হাবিব কামাল।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়