Thursday, July 4

২০১৪ অলিম্পিকে হামলার নির্দেশ

ঢাকা: রাশিয়ার উত্তর ককেসাস অঞ্চলের ইসলামপন্থি বিচ্ছিন্নতাবাদী নেতা ডকু উমারভ সর্বোচ্চ শক্তি দিয়ে ২০১৪ সালে শীতকালীন অলিম্পিকে হামলা চালাতে অনুসারীদের নির্দেশ দিয়েছেন। বিদ্রোহীদের মুখপাত্র হিসেবে বিবেচিত একটি ওয়েবসাইটে দেয়া এক ভিডিও বিবৃতিতে বুধবার উমারভ বলেছেন, উত্তর ককেসাসের বাইরে রাশিয়ান স্বার্থের ওপর হামলার ব্যাপারে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল সেটাও প্রত্যাহার করা হলো। আগামী ফেব্রুয়ারিতে  রাশিয়ার দক্ষিণাঞ্চলের উত্তর ককেসাসের পর্বালাকার কাছাকাছি কৃষ্ণ সাগরের রিসোর্টের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রেসিডেন্ট পুতিন অবশ্য এ অলিম্পিককে ঘিরে কড়া নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন। ভিডিওতে উমারভ বলেছেন, কৃষ্ণ সাগরে সমাহিত করা আমাদের পূর্ব পুরুষ এবং মুসলমানদের কবরের ওপর তারা এ অলিম্পিকের আয়োজন করার পরিকল্পনা করছেন। একজন মুজাহিদীন হিসেবে কোনভাবেই এটা আমরা হতে দিতে পারি না। এটা প্রতিহত করতে যে কোন উপায় অবলম্বন করা হবে। তাই আমি প্রত্যেক মুজাহিদীনকে আমাদের পূর্ব-পুরুষদের সমাধির ওপর শয়তানের নৃত্য বন্ধে সর্ব শক্তি নিয়োগ করার আহ্বান জানাচ্ছি। এ ভিডিও’র সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে রাশিয়ার মোস্ট ওয়ান্টেড বলে বিবেচিত উমারভ ওই ওয়েবসাইটটির মাধ্যমে নিয়মিতভাবেই মুজাহিদীনদের উদ্দেশে বার্তা পাঠিয়ে থাকেন।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়