Tuesday, July 16

গোলাম আযমের রায়ে সন্তোষ প্রধানমন্ত্রীর

ঢাকা: যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের সাবেক আমির  গোলম আযমের রায় নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তৃতায় তিনি বলেন, ‘সাজা কি হয়েছে সেটা আদালতের বিষয়। এ নিয়ে আমি কথা বলতে চাইনা। তবে এতদিন পর এ নিকৃষ্ট পাপিষ্ঠের যে বিচার হয়েছে। এ রায়ে আমরা সন্তুষ্ট।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা এবার ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর করেছি। আবার ক্ষমতায় আসলে যুদ্ধাপরাধীদের বিচারের রায়ও কার্যকর করব।’

যুদ্ধাপরাধের পাঁচটি অভিযোগের ৬১টি ঘটনার সবগুলো প্রমাণিত হলেও মাস্টার মাইন্ডার গোলাম আযমকে বয়স ও স্বাস্থ্যের অবস্থা বিবেচনায় মোট ৯০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে রায়ের পর সোমবার এ নিয়ে বিভিন্ন মহলে মারাত্মক প্রতিক্রিয়া দেখা দেয়। মঙ্গলবার হরতাল ডাকে গণজাগরণ মঞ্চ। রায়ে ক্ষোভ প্রকাশ করে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সেক্টরর্স কমান্ডার্স ফোরাম ও বিভিন্ন বাম দল আপিলের দাবি জানায়।

প্রধানমন্ত্রী বলেন, ‘একটা রায় পেয়েছি এটাই বড় কথা। আমাদের দীর্ঘদিনের আন্দোলনের প্রচেষ্টা সফল হয়েছে।’

এর আগে দিনের কার্যসূচির শুরুতে ফ্লোর নিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন রায়ে হতাশা প্রকাশ করে বলেন, ‘গোলাম আযমের সর্বোচ্চ শাস্তির আদেশ না হওয়ায় দেশের মানুষের মধ্যে প্রশ্ন উঠছে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়