Sunday, July 28

মোদির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

ঢাকা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক এ করিম। শনিবার গুজরাটের গান্ধীনগরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মোদির সঙ্গে বৈঠক করেন তিনি।

শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ভারত সফরকালে দুই দেশের স্থলসীমান্ত চুক্তি নিয়ে দেশটির সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেন। এর একদিন পর দলটির প্রধান নেতা নরেন্দ্র মোদির সঙ্গে তারিক এ করিমের সাক্ষাতের বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা।

শুক্রবারের বৈঠকে দীপু মনি বিজেপি নেতা অরুণ জেটলির সঙ্গে স্থলসীমান্ত চুক্তি নিয়ে আলোচনা করলেও এ বিষয়ে দলটি থেকে সুস্পষ্ট কোনো আশ্বাস মেলেনি বলে জানিয়েছিল পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা। অরুণ জেটলি তার দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে জানাবেন বলে পররাষ্ট্রমন্ত্রীকে জানান।

ভারতের সরকার দেশটির পার্লামেন্টের আসন্ন বর্ষা অধিবেশনে বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তির বিষয়টি পেশ করতে যাচ্ছে। কিন্তু অনেকদিন থেকেই বিরোধী দল বিজেপি এর বিরোধিতা করে আসছে।  
   
দেশটির আসন্ন জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির সঙ্গে শনিবারের আলোচনার বিষয় নিয়ে অবশ্য প্রথাগত কথাই শুনিয়েছেন রাষ্ট্রদূত তারিক এ করিম। দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিশেষ করে গুজরাটের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার বিষয়ে উভয়ে আলোচনা করেন বলে জানানো হয়েছে।    

এর আগে গুজরাটে ম্যানগ্রোভ বন নিয়ে এক আন্তর্জাতিক ওয়ার্কশপে বক্তৃতা করেন করিম।

বাংলামেইল২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়