Saturday, July 20

নরসিংদীতে আইন শৃংখলার চরম অবনতি

নরসিংদী: শুক্রবার রাতে নরসিংদীর কবিরাজপুর গ্রামে আরো একটি গুপ্তহত্যা সংঘটিত হয়েছে। গুপ্তঘাতকরা ইদ্রিস আলী (২৫) নামে এক সিএনজি চালককে মুখের ভিতর মাটি ঢুকিয়ে গলায় গেঞ্জি পেচিয়ে নির্মমভাবে হত্যা করেছে। এ নিয়ে জুলাই মাসে ১৭ দিনে নরসিংদীতে হত্যাকান্ডের সংখ্যা দাড়িয়েছে ৭টিতে। একের পর এক গুপ্তহত্যা ও হত্যাকান্ডের ঘটনায় নরসিংদীর জনমনে ব্যাপক আতংকের সৃষ্টি হয়েছে। ঈদকে সামনে রেখে সাধারণ মানুষ রাতের বেলায় চলাফেরা করতে সাহস পাচ্ছে না। অব্যাহত হত্যাকান্ড ও গুপ্তহত্যা ঠেকাতে পুলিশ কোনই কার্যকরী পদক্ষেপ গ্রহন করতে পারছে না। 
জানা গেছে, সদর উপজেলার কবিরাজপুর গ্রামের হাফিজ উদ্দিনের পুত্র ইদ্রিস আলী সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতো। প্রতিদিন সে সারাদিন সিএনজি চালিয়ে রাত ১০ টার ভিতরে বাড়ী চলে যেতো। গত শুক্রবার রাত ১১ টা পর্যন্ত ইদ্রিস বাড়ী না ফেরায় তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখোজি করে। তাকে কোথায় না পেয়ে রাতেই মাইকে তার নিখোঁজের খবর প্রচার করে।  শনিবার সকালে তাকে বাড়ীর নিকটস্থ একটি পাট ক্ষেতে মৃত অবস্থায় তার লাশ খোঁজে পায়। গুপ্তঘাতকরা তাকে মুখের ভিতরে মাটি ঢুকিয়ে, গায়ের গেঞ্জি ছিড়ে গলায় পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ফেলে রেখে চলে যায়। 
এদিকে গত ১৬ জুলাই রাতে একই উপজেলার মধ্য শিলমান্দী গ্রামে ডাকাতদের হাতে নিহত হয়েছে সুলতান (২৬) নামে এক ব্যক্তি। ডাকাতরা মৃত আফসার উদ্দিনের বাড়ীতে ডাকাতি করতে গেলে তার ছেলে সুলতান বাঁধা দেয়। এতে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতারি কুপিয়ে যখম করে। মারাত্মক আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে তার মৃত্যু ঘটে। 
এদিকে একই তারিখে নরসিংদী মদনগঞ্জ সড়কের ৫ নং ব্রীজ এলাকায় রহস্যজনক দুর্ঘটনায় নিহত হয় নরসিংদীর পাওয়ালুম শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা মামুন মোল্লা। তিনি নরসিংদী শহরের চৌয়ালা মহল্লার আসলাম মোল্লার পুত্র। 
গত ১৮ জুলাই রায়পুরায় গুপ্তঘাতকের হাতে নিহত হয়েছে ২৮ বছরের এক অজ্ঞাতনামা যুবক। ঘাতকরা তাকে দুই হাত ও মুখ বেঁধে হত্যা করে পানিতে ফেলে দেয়। রায়পুরা থানা পুলিশ তাকে মেঘনা নদীর ফকিরের চর থেকে  এ অজ্ঞাত নামা যুবকের লাশ উদ্ধার করে। 
১৭ জুলাই রায়পুরা থানা পুলিশ খানাবাড়ী রেল ব্রীজ এলাকার একটি ডুবা থেকে ডালিম নামে একজন শারীরিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করে। এর তিন দিন আগে সে বাড়ী থেকে নিখোঁজ হয়। এ প্রতিবন্ধী যুবক একই উপজেলার গোবিন্দপুর গ্রামের আইনাল হকের ছেলে। 
গত ১৬ জুন নরসিংদী শহরের টাওয়াদীতে প্রতিপক্ষ সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হয় ফয়সাল নামে ব্রাহ্মন্দী সরকারী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র। --ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়