Tuesday, July 9

জামাত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: শোলাকিয়ার ইমাম

কিশোরগঞ্জ : জামাত-শিবিরকে নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর না করলে এ সরকারকে আগামী নির্বাচনে খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন শোলাকিয়ার ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ।

মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জে বাংলাদেশ ওলামা মাশায়েখ সংহতি পরিষদের সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। 

ইমাম মাসউদ বলেন, ব্লগাররা রসুলের যতটুকু না অবমাননা করেছে, তার চেয়ে অনেক বেশি অবমাননা করেছে জামাত-শিবিরের গুরু মওদুদী। নাস্তিক ব্লগারদের যদি সর্বোচ্চ শাস্তি হয়, তবে মওদুদীকে ১০০ গুণ বেশি শাস্তি দিতে হবে। 

তিনি বলেন, আলবদর, আলশামস আর জামাত-শিবির পাকিস্তানি বাহিনীর প্রতিটি অপরাধের সাথে শামিল। এসব চিহ্নিত অপরাধীর দুনিয়াতে কেউ এ বিচার না করে, হাসরের ময়দানে এর বিচার হবে। কারণ হাসরের ময়দানে এ বিচার তামাদি হবে না।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়