কানাইঘাটের দুই বীর মুক্তিযোদ্ধা বার্ধক্য জনিত রোগে আজ বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন(ইন্না...রাজিউন)। জানা যায়, বার্ধক্য জনিত রোগ ভোগের পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির বাউরভাগ গ্রাম নিবাসী এলাকার বিশিষ্ট মুরব্বি সিরাজুল ইসলাম (৭০) মৃত্যু বরণ করেন। বাদ আসর ঐদিন গ্রামের জামে মসজিদে সিরাজুল ইসলামের জানাযার নামাজ শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গ্রামের গুরুস্থানে দাফন করা হয়। অপরদিকে বার্ধক্য জনিত রোগে আজ বাদ আসর লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির কান্দলা গ্রাম নিবাসী বীরমুক্তিযোদ্ধা আব্দুল হক তাঁর নিজ বাড়ীতে মৃত্যু বরণ করেন। আগামীকাল সকাল ১০টায় গ্রামের জামে মসজিদে তাঁর জানাযার নামজ শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় লাশ সমাহিত করা হবে বলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক জানিয়েছেন। এদিকে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ও আব্দুল হকের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়