Saturday, July 6

গবেষণা প্রকল্পের ফলাফল নিয়ে আলোচনা সভা

বাকৃবি: দেশের দরিদ্র কৃষকদের একটি বড় অংশ হাওড় অঞ্চলে বসবাস করেন। হাওড়ে বর্ষাকালে অধিকাংশ কৃষি জমি পানির নিচে নিমজ্জিত থাকায় কৃষকদের  কৃষি-কাজ বন্ধ থাকে। এসময় হাওড়ের জলজ পরিবেশকে কাজে লাগিয়ে খাঁচায় মাছ চাষ করে  কৃষকদের আর্থিক উন্নয়ন এবং হাওড় অঞ্চলে মানুষের জীবন-যাত্রার মান উন্নয়নে উন্নত প্রযুক্তি ও কৌশল এবং প্রাকৃতিক ও মানব সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধি নিশ্চিত করার মাধ্যমে দেশের দরিদ্র কৃষকদের ভাগ্যের উন্নয়ন করতে হবে। এ লক্ষে শনিবার সকাল ১০ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিতত্ত্ব বিভাগের সম্মেলন কক্ষে তিন বছর ব্যাপী পরিচালিত গবেষণা প্রকল্পের ফলাফল নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, বংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) অর্থায়নে পরিচালিক গবেষণা প্রকল্পের ফলাফল নিয়ে আলোচনা সভায় অধ্যাপক ড. স. ম. আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিএআরসির নির্বাহী পরিচালক ড. ওয়ায়েস কবির, বিশেষ অতিথি হিসেবে বংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্স সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. লুৎফুল হাসান, বিএআরসির সদস্য পরিচালক ড. মো: খালেকুজ্জামান উপস্থিত ছিলেন। গবেষণা প্রকল্পের প্রধান গবেষক হিসেবে কাজ করেন কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো: সুলতান উদ্দিন ভূঞা। সভায় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদের ডীন, গবেষক, শিক্ষক ও পিএইচডি শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রকল্পের আওতায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাওড় এলাকার মানুষদের ফসল, প্রাণী, মৎস্য, পানিবিদ্যা ও যান্ত্রিকীকরণ বিষয়ক প্রযুক্তি এবং সমন্বিত খামার ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়