Monday, July 22

মোরেলগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের সমন্বয় সভা


মোরেলগঞ্জ (বাগেরহাট): বাগেরহাটের মোরেলগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ এডিপির স্বাস্থ্য প্রজেক্টের আয়োজনে রবিবার স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ, এনজিও, জিও ও সাংবাদিকদের সাথে সমন্বয় সভা করেন।
তুবা কমিউনিটি সেন্টারে স্বাস্থ্য প্রজেক্টের ম্যানেজার অমর ডি কস্তার পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পিকিং চাম্বু গং। প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন। বিশেষ অতিথি ছিলেন বারইখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এসএইচএম ছাবুল আকতার। 
সভায় ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য প্রজেক্টের অতীত কর্মকান্ড আলোচনা এবং ভবিষ্যত করনীয় বিষয়ে মতামত গ্রহন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, ওয়ার্ল্ড ভিশনের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা রনজিত মালো, ডাঃ রাহুল দেব বিশ্বস, ডাঃ লাইজু আক্তার, সাংবাদিক মোঃ আবু সালেহ, নজরুল শরীফ, মোঃ জামাল শরীফ, গনেশ পাল, সৈয়দ শওকত হোসেন, জসিম উদ্দিন শাহীন, মশিউর রহমান মাসুম প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়