Friday, July 5

বরিশালে শিবির সভাপতিসহ ৩১ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা


বরিশাল: হরতালে বরিশালে সিটি বাসে অগ্নিসংযোগ দেয়ার অভিযোগে মহানগর শিবিরের সভাপতিসহ ৩১ জন নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে কোতয়ালী মডেল থানার এসআই সুলতান খান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই ইসলামী ছাত্র শিবিরের ডাকা হরতালের দিন সকালে বরিশাল নগরীর সিএন্ডবি রোডে সিটি বাসে আগুন দেয় শিবিরকর্মীরা। এঘটনায় পুলিশ মহানগর শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল নাহিয়ান, শিবির কর্মী আহসান হাবিব, সাইদুল, জিয়া, জুবায়ের হোসেন ও অনিকসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়