Wednesday, July 10

যবিপ্রবি খুলে দেয়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

যশোর: ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা বুধবার মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের পর ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, যবিপ্রবি শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে মাস্টার্সের ভর্তি ও অনার্সের সেমিস্টার ফি কমানোর দাবি জানিয়ে আসছিল।
এর প্রেক্ষিতে ১২ জুন দুুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে শিক্ষার্থীদের সমঝোতাও হয়। কিন্তু এরপর তুচ্ছ ঘটনা নিয়ে শিক্ষার্থী ও কর্মচারীরা বিরোধে জড়িয়ে পড়লে তা সংঘর্ষে রূপ নেয়। এক পর্যায়ে বহিরাগত সন্ত্রাসীরা ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। 
উ™ভূত এ পরিস্থিতিতে ওই দিন কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। এরপর থেকেই বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা ১৩ জুলাইয়ের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবি জানান। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন। 
সংবাদ সম্মেলনের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সঞ্জয় ব্যানার্জি বাপ্পী ও সুব্রত বিশ্বাস শাওন। সংবাদ সম্মেলন শেষে শিক্ষার্থীরা একই দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়