সাতক্ষীরা : সাতক্ষীরার কালীগঞ্জে পুলিশের গুলিতে জামায়াত শিবিরের দুই জন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পাওখালী তালতলা মোড়ে এ ঘটনা ঘটেছে। এ সময় জামায়াত শিবিরের সাথে পুলিশের সংঘর্ষে পুলিশ সহ আরো ১২ জন আহত হয়েছে ।
নিহতরা হলো কালীগঞ্জ পাইলট স্কুলের ১০ম শ্রেনীর ছাত্র শিবিরের সাথী বাজারগ্রাম এর আফতাবউদ্দীনের ছেলে শেখ আরিফুজ্জামান (১৬) ও জামায়াত ধলবাড়ীয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে কর্মী রুহুল আমিন (৩৫)।
স্থানীয় সুত্রে জানা গেছে, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পাওখালী তালতলা মোড়ে জামায়াত শিবিরের কর্মীরা সকালে কাঠের গুড়ি ফেলে রাস্তা অবোরোধ করে পিকেটিং করছিল । এ সময় থানা পুলিশ পিকেটারদের হঠাতে টিয়ার শেল নিক্ষেপ করে। পিকেটাররা পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যয়ে পুলিশ পিকেটারদের লক্ষ্য করে কয়েক ১৫ /২০ রাউন্ড গুলি ছোড়ে । গুলিতে ঘটনাস্থলেই শিবির সাথী আরিফুজ্জামান ও জামায়াত কর্মী রুহুল আমীন নিহত হয় । আহত হয় পুলিশ সহ জামায়াত শিবিরের ১০/১২জন নেতাকর্মী । গুলিবিদ্ধদের মধ্যে নিহত শরিফুজ্জামানের পিতা আফতাবউদ্দীন, নাজমুল হুদা, ইমরান হোসেন, রুহুল আমীন ও শামসুদ্দীন এর অবস্থা গুরুত্বও বলে জানা গেছে ।
কালীগঞ্জ থানার ওসি আলি আজম জানান, পিকেটারদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে জামায়াত-শিবির কর্মীরা তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। তাদের ছোড়া ইটপাটকেলে ৫ পুলিশ আহত হয়েছে। এসময় তাদের ছত্রভঙ্গ করতে কযেক রাউন্ড গুলি ছোড়া হয়।
শিবিরের জেলা সভাপতি রুহুল আমিন জানিয়েছেন, শান্তিপুর্ন হরতাল চলাকালে স্থানীয় আ’লীগ নেতা রুহুল আমিন ভ্যাদলের নেতৃত্বে পুলিশ পিকেটারদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে। এতে দুই জন নিহত সহ বেশ কয়েকজন জামায়াত শিবিরের নেতা কমীরা আহত হয়েছেন ।--ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়