Tuesday, July 9

পাবনা কারখানায় অগ্নিকান্ড: ১০ শ্রমিক আহত


পাবনা: পাবনার ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এদিকে আগুন আতংকে হুরাহুরি করে নামতে গিয়ে ১০ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী ইপিজেডের নাকানো ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঈশ্বরদী দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিক ভাবে ক্ষতির পরিমাণ জানাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঈশ্বরদী ইপিজেডের নাকানো ইন্টারন্যাশনাল কোম্পনির নিচতলায় বিদ্যুতের মেইন বোর্ডে শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় টেকনিশিয়ান বিদ্যুতের মেইন লাইন বন্ধ করে দিলে আগুন নিভে যায়। কিন্তু কিছুক্ষণ পরে আবারও বিদ্যুতের মেইন লাইন চালু করলে বিকট শব্দে আগুন ধরে যায়। মুহূতের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে কারখানা থেকে হুড়োহুড়ি করে বের হওয়ার সময় ১০জন শ্রমিক গুরুতর আহত হয়। আহত শ্রমিকদের মধ্যে ফতেমা (৩০), শারমিন (২৫), রতœা (২৫), ছন্দা (২৮), রিতা (৩৫), নিপা (২৩) ও ববি (২৪) কে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
নাকানো কোম্পানির আয়রন ম্যান চান্দু মিয়া জানান, বিদ্যুতের মেইন বোর্ড থেকে আগুন ছড়িয়ে প্রথমে ওয়াশ শাখার দিকে ছড়িয়ে পড়ে। এতে শ্রমিকেরা চরমভাবে আতঙ্কিত হয়ে দিকবিদিক ছোটাছুটি করে। সে সময় বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হয়।
ঈশ্বরদী দমকল বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বৈদুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে ক্ষতির পরিমাণ খুব বেশি হয়নি বলেও জানান তিনি।
নাকানো কোম্পানির কান্ট্রি ডিরেক্টর রহমান রাকিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। 
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস বলেন, অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে ইপিজেড এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুরো পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি। --ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়