Wednesday, July 10

রাজাপুরে টমটম থেকে ছিঁটকে পড়ে বৃদ্ধার মৃত্যু


ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে চলন্ত টমটম থেকে ছিঁটকে পড়ে আলেয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাগড়ি বাঁশতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার উত্তর বাঘরি গ্রামের আব্দুল মান্নান গাজীর স্ত্রী। 

রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার আবুল খায়ের রাসেল ও পুলিশ জানান, রাজাপুর গ্রামীণ ব্যাংকের লোন পরিশোধের জন্য তিনি বাড়ি থেকে টমটম যোগে রওয়ানা দিয়ে বাগড়ি বাঁশতলা নামক স্থানে এলে চলন্ত টমটম থেকে ছিঁটকে পড়ে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। তাকে উদ্ধার করে টমটম চালক রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করলে চালক পালিয়ে যায়। পুলিশ ঘাটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রাজাপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়