Friday, July 19

ঈদের পর মাঠে নামছে আ. লীগ: দীপু মনি

চাঁদপুর: আওয়ামী লীগের সফলতা তুলে ধরতে ঈদের পর সাংগঠনিক শক্তি নিয়ে দলটি মাঠে নামবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, "আওয়ামী লীগ গণমানুষের দল। গত চার বছরে দেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে সেই সাফল্যের কথা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীসহ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।"

চাঁদপুরে সফর শেষে শুক্রবার দুপুরে তিনি সাংবাদিকদের একথা জানান। চলতি রমজান মাসের শেষে ঈদের পর নতুন উদ্যোমে কাজে নামার ব্যাপারে দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে বলেও দীপু মনি জানান।

দীপু মনি বলেন, "জনগণ যেনো তারা যেন জেনে-বুঝে অতীতের কথা চিন্তা করে ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন সেজন্য দলীয় নেতাকর্মীদের নতুন করে আবারও উজ্জীবিত করা হবে।"

এছাড়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জোট সরকারের সময় দেশে কি অরাজক পরিস্থিতি ছিল, দেশে কীভাবে নিপীড়ন-নির্যাতন ছিল, দুর্নীতি-দুঃশাসন চলেছে, জঙ্গি-সন্ত্রাসবাদ চলেছে সেই কথাগুলো সাধারণ মানুষকে আবারোও মনে করিয়ে দিতে হবে।

দেশের জনগণের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, "জনগণ যেন আমাদের আবারও সুযোগ দেন, যাতে আমরা উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি। দেশ যেন এগিয়ে যায় এবং ২০২১ সালে আমরা যেন অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছতে পারি।"--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়