Saturday, July 20

যশোরে বিশেষ অভিযানে আটক ২৪


যশোর: যশোর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করেছে পুলিশ।  ঈদের আগে আইন শৃংখলা ঠিক রাখতেই অভিযান চালানো হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। অভিযানে আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। 
যশোর কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ জানিয়েছেন, ঈদকে সামনে রেখে শহরে আইনশৃংখা শান্তিপূর্ণ রাখতে  অভিযান চালানো হচ্ছে। শনিবার দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযানে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন হলেন, রনি, আব্দুর রাজ্জাক, মনিরুল ইসলাম, রনি হাসমি, মামুন, ইমরান, মাসুদ, সাইফুল, আসলাম, আরিফুল ও বুলবুল। গ্রেফতারকৃতদের নামে থানায় মামলা রয়েছে।  

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়