Tuesday, July 30

রানা প্লাজার শ্রমিকদের মানববন্ধন

:: সাভার প্রতিনিধি ::
সাভার বাজার বাসষ্ট্যান্ড এলাকার ধসে যাওয়া রানা প্লাজার শ্রমিকরা মঙ্গলবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
ঈদের আগে বকেয়া বেতন পরিশোধ ও ক্ষতিপূরণের দাবিতে রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা মনববন্ধন ও মিছিলে অংশগ্রহণ করেন।
রানা প্লাজা গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন এর ব্যানারে আহত-নিহত এবং নিখোঁজ শ্রমিকদের পরিবারের প্রায় পাঁচশতাধিক লোক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আয়োজিত মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে শ্রমিকদের দাবি মেনে না নিলে উপজেলা কার্যালয় ঘেরাও, বিজিএমইএ ভবন ঘেরাও, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওসহ ঢাকা-আরিচা মহাসড়ক বন্ধ করে দেয়ার কথা বলেন।
এ সময় মানববন্ধন শেষে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল নিয়ে স্মারকলিপি প্রদানের জন্য উপজেলা পরিষদের উদ্দ্যেশ্যে রওয়ানা হলে সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়