যশোর: যশোরের ঝিকরগাছা উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাবু (৪০) নামে এক মাছ ব্যবসায়ী খুন হয়েছেন।
নিহত বাবু ঝিকরগাছা উপজেলার বেনেয়ালি কলোনিপাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে।
বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ব্যাপারে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, মাছ ব্যবসা নিয়ে সম্প্রতি বাবুর সঙ্গে একই এলাকার ব্যাচা নামে এক যুবকের বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাড়ির সামনে বাবুকে ছুরিকাঘাত করে ব্যাচা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।--ডিনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়