নেতা
ভোটের সময় আসে
নেতা দাঁড়ায় পাশে,
বাড়ি বাড়ি ঘুরে তারা
ভোট চেয়ে যায় রোজ ।
নির্বাচিত হওয়ার পরে
যায় না পাওয়া খোঁজ ।
উন্নয়নের ট্রেন
রাস্তাঘাটে খানাখন্দ
উপচে পড়ে ড্রেন ,
এমনি করে চলছে যে হায়
উন্নয়নের ট্রেন ।
একটুখানি বৃষ্টি হলে
যায় যে নদী হয়ে,
জলে কাঁদায় মাখামাখি
যাচ্ছে সবাই সয়ে।
দেখতে দেখতে হয়ে গেলো
অর্থবছর শেষ ,
রাস্তাঘাটে খোঁড়াখুড়ি
কবে যে হবে শেষ ?
তিনি
অসৎ চাঁদাবাজ ছিলেন
লোক তিনি নন ফেয়ার,
নির্বাচিত হয়ে তিনি
যখন পেলেন চেয়ার
দুর্নীতি আর স্বজনপ্রীতির
সাথে হল পেয়ার ,
জনগণের দাবীদাওয়া
থোড়াই করেন কেয়ার ।
নকল
নকল আছে গানের সুরে
নকল আছে পণ্যে ,
পরীক্ষাতে নকল করে
নষ্ট হওয়ার জন্যে ।
নকল আছে পোশাকে আর
নকল আছে হাসিতে ,
নকল আছে দুই হৃদয়ের
ভালোবাসাবাসিতে ।
সময়
ক্ষমতাটাই মুখ্য আছে
জনগণের দুঃখ আছে,
আমলাদের কাছে গেলে
মেজাজ তাঁদের রুক্ষ আছে,
চোরের বড় গলা আছে
শকুন পোষার কলা আছ্
বিপক্ষে এর বললে কথা
কপালে কানমলা আছে ,
দুর্নীতিবাজ শোষক আছে
তাদের আবার পোষক আছে ,
ভালো থাকা খুব কষ্টের
পরিবেশের দূষক আছে।
খবর বিভাগঃ
সংস্কৃতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়