নিজস্ব প্রতিবেদকঃ
কানাইঘাট উপজেলার দেওছই জলমহালটি ১৪২০-১৪২৫ বাংলা সন পর্যন্ত সরকারি বিধি মোতাবেক ভূমি মন্ত্রণালয় কর্তৃক কানাইঘাট নক্তিপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির অনুকূলে ইজারা প্রদান করার পরও জলমহালটি উক্ত সমিতিকে বুঝিয়ে দিতে নানা টালবাহানা ও জাল-জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, ভূমি মন্ত্রণালয় সায়রাত-১ শাখার স্মারক নং-৩১.০০.০০০০.০৫০.৬৮.০১৯.১৩- তাং-২০/০৬/১৩ইং তারিখে দেওছই জলমহালটি নক্তিপাড়া মৎস্যজীবী সমবায় সমিতিকে ৬ বছর মেয়াদী লীজ প্রদান করে ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব এটিএম নাসির মিয়া জেলা প্রশাসক বরাবরে পত্র প্রেরণ করেন। কিন্তু ভূমি মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে অদ্যাবধি পর্যন্ত প্রকৃত মৎস্যজীবীদের গড়া নক্তিপাড়া সমবায় সমিতিকে জলমহালটির দখল দেওয়া হয়নি বলে সমিতির সদস্যা জানিয়েছেন। উক্ত সমিতির সাধারণ সম্পাদক দরিদ্র মৎস্যজীবী রঞ্জিত দাস জানান, দেওছই জলমহালটি বৈধভাবে তাদের সমিতিকে ইজারা প্রদান করা হয়। কিন্তু একটি প্রভাবশালী মহল অন্য একটি ভূয়া মৎস্যজীবী সমিতিকে ইজারা দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয় বরাবরে জলিয়াতি করে একটি ডিও লেটার পাঠিয়ে ইজারা প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদের হয়রানি করছে। এ ঘটনায় রঞ্জিত দাস বাদী হয়ে গত রবিবার জালিয়াতকারীদের বিরুদ্ধে সিলেটের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৩য় আদালতে একটি দরখাস্ত মামলা দায়ের করেছেন। দরখাস্ত মামলা নং-১১৫, তাং-০৭/০৬/২০১৩ইং।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়