Tuesday, July 16

জিপির পে অ্যাজ ইউ গো ইন্টারনেট প্যাকের মূল্য কমল ৫০%

ঢাকা: গ্রামীণফোন পে অ্যাজ ইউ গো নামে নতুন একটি ইন্টারনেট প্যাকেজ চালু করেছে, যা বর্তমানে প্রচলিত পেগো প্যাক (পি১)-এর ট্যারিফ মূল্যের চেয়ে ৫০% কম মূল্যে পাওয়া যাবে।
যেসব গ্রাহক নতুন পেগো প্যাকেজ ব্যবহার করবেন তাদের জন্য প্রতি কিলোবাইট ইন্টারনেট ব্যবহারের মূল্য ১ পয়সা (১৫% ভ্যাট প্রযোজ্য) ধার্য করা হয়েছে। পাশাপাশি কোনো প্রকার অস্বাভাবিক বিল যাতে না আসে সে জন্য এই প্যাকেজে সর্বোচ্চ ৩০০ (+ভ্যাট) টাকা (৩০ দিনের মধ্যে) ব্যবহার করা যাবে।
যদি কোনো গ্রাহক ৩০ দিনের মধ্যে ৩০০ টাকা (+ভ্যাট)খরচ করে ফেলেন সে ক্ষেত্রে তার ইন্টারনেট ব্রাউজিং অপশন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, যতক্ষণ না পর্যন্ত তিনি পুনরায় এই প্যাকেজ চালু করবেন। যদি গ্রাহক ৩০০ টাকার ব্যবহার শেষ হওয়ার পর কোনো পদক্ষেপ না নেন তাহলে সংযোগটি ৩০ দিন অতিক্রম করার পর পুনরায় চালু হবে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়