Saturday, July 20

স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী আটক


মেহেরপুর: মেহেরপুর সদরে স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করেছে এক গৃহবধূ। এ ঘটনায় স্ত্রীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার আমঝুপির নীলকুঠি পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মফেজউদ্দিন (৭৫)। তিনি আমঝুপি নীলকুঠি পাড়ার মৃত বিলাত হোসেনের ছেলে। আটক স্ত্রীর নাম মর্জিনা বেগম (৪৫)। তিনি নিহতের দ্বিতীয় স্ত্রী। তার বাবার বাড়ি গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে।

নিহতের আত্মীয় স্বজন ও প্রতিবেশিরা অভিযোগ করেন, মর্জিনা বেগম সন্ধ্যায় স্বামী মফেজউদ্দিনকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করে। পরে রাত ৯টার দিকে ডাকচিৎকার শুরু করেন। তার স্বামী হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে প্রচার করতে থাকেন।

মর্জিনার চিৎকার শুনে নিহতের আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা গিয়ে লাশ উদ্ধার করে।

মর্জিনা বেগম স্বামী হত্যার অভিযোগ অস্বীকার করে বলেন, মফেজউদ্দিন দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। একাকী বাথরুমে যেতে গিয়ে হঠাৎ পড়ে গেলে মৃত্যু হয়।

রাত ১০টা পর্যন্ত পুলিশ নিহত মফেজউদ্দিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর সদর হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদী হয়ে সৎ মা মর্জিনার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মর্জিনা বেগমকে আটক করা হয়।--বাংলামেইল

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়