Sunday, July 28

যৌন নির্যাতন : হাজার বছরের কারাদণ্ড

যৌন নির্যাতনের অপরাধে মার্কিন যুক্তরাষ্ট্রে এক ব্যক্তিতে এক হাজার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
শনিবার এ রায় দেওয়া হয়। দণ্ডাদেশপ্রাপ্তের নাম এরিয়েল ক্যাস্ট্রো। তিনি ওহিও রাজ্যের বাসিন্দা।
ক্যাস্ট্রোর অপরাধ এক দশকের বেশি সময় ধরে তিন নারীকে বাড়িতে আটকে রেখে তাদের ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেছেন। 
মাস দুয়েক আগে ওই তিন নারী একযোগে কাস্ট্রোর বাড়ি থেকে কৌশলে পালিয়ে আসেন। এরপর গণমাধ্যমে ঘটনাটি জানাজানি হয়। ওই তিন নারীর ওপর পাশবিক নির্যাতনের কথা গণমাধ্যমে প্রকাশিত হলে চমকে ওঠে গোটা বিশ্ব।
যৌন নির্যাতনের পাশাপাশি চলে শারীরিক নির্যাতন। তিন জনের মধ্যে একজন পাঁচবার গর্ভবতী হন এবং গর্ভাবস্থায় ওই নারীর ওপর কাস্ট্রোর নির্যাতনের মাত্রা আরো বৃদ্ধি পায়। মারধর করে প্রতিবারই গর্ভের সন্তান হত্যা করে ক্যাস্ট্রো।  অন্যদিকে অপর এক নারী ক্যাস্ট্রোর সন্তানের মা হয়েছেন।
নিজের বিকৃত মানসিকতার কারণ হিসেবে কাস্ট্রো জানিয়েছেন,পর্নোগ্রাফি তার মধ্যে অতিরিক্ত যৌন আকাঙ্ক্ষা তৈরি করে। এ কারণে তিনি এ কাজ করেছে। কাস্ট্রো জানান, শৈশবে সে নিজেও একবার যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন।
আদালতে অপরাধ স্বীকার করে কাস্ট্রো প্রাণভিক্ষার আবেদন জানান। কিন্তু আদালত তার আবেদন না মঞ্জুর করে এক হাজার বছরের দণ্ডাদেশ দেন।
সূত্র: ২৪ ঘণ্টা ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়