Tuesday, July 30

তিস্তা ও সীমান্ত চুক্তি সম্পন্ন করতে ভারত অঙ্গীকারবদ্ধ

:: চাঁদপুর প্রতিনিধি ::
পররাষ্ট্রমন্ত্রী ডা: দীপু মনি এমপি বলেছেন, "ভারতের প্রধান মন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন তিস্তা ও সীমান্ত চুক্তি করতে ভারত অঙ্গীকারবদ্ধ। চুক্তি দুটির কাজ চূড়ান্ত হয়ে থাকলেও সম্পন্ন করতে তাদের অভ্যন্তরীণ প্রক্রিয়া চলমান রয়েছে।
সোমবার সন্ধ্যায় চাঁদপুর আইনজীবী ভবনে জেলা আওয়ামী আইনজীবী পরিষদের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে বক্তব্য শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, "গত সফরে ভারতের একটি সেমিনারে লেকচার দিতে গিয়ে ভারতের প্রধান মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছি। আমাদের দ্বিপাক্ষিক অনেক অর্জন আছে। তিস্তা ও সীমান্ত চুক্তির বিষয়টি ভারতের লোকসভার মাধ্যমে নিষ্পন্ন করবেন ভারতের মন্ত্রী আমাকে জানিয়েছেন।"
মন্ত্রী বিরোধীদলকে ইঙ্গিত করে বলেছেন, "যারা বলতে চান, তিস্তা পানি চুক্তিটি এখন পর্যন্ত সফল না হওয়া কিংবা এলবি চুক্তিটি ভারতের আইনসভা কর্তৃক এটি রেটিফাইড না হওয়া যেটিকে যারা ব্যর্থতা হিসেবে দেখতে চান। তাদের আমি একটি প্রশ্ন করতে চাই, যারা এ বিষয়ে কোনোদিন কোনো উদ্যোগ-ই নিলো না, সেটি ব্যর্থতা নয়? আর আমরা উদ্যোগ নিয়ে সমস্ত কাজ সম্পন্ন করে চুড়ান্ত করে ফেলেছি, সেটি কি করে ব্যর্থতা হয়?
জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ চাঁদপুর জেলা আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।--পরিবর্তন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়