সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার নোয়ারাই ইউনিয়নের চানপুর গ্রামের মৃত শাহাব উদ্দিনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতের প্রহারে গৃহকর্তা ডাঃ আব্দুল কাইয়ূম ও তার স্ত্রী আছমা আক্তার আহত হয়েছেন। ডাঃ আব্দুল কাইয়ূম জানান, মঙ্গলবার গভীর রাতে ১০-১৫জনের সশস্ত্র ডাকাতদল বসত ঘরের দরজা ভেঙ্গে নগদ ২০ হাজার টাকা, ৫ ভরি ওজনের স্বর্ণালংকারসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। এ সময় ডাকাতের হামলায় স্বামী-স্ত্রী আহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল কাইয়ূম বাদী হয়ে ৩ ডাকাতের নাম উলে¬খ করে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ছাতক থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সি অভিযোগ দায়েরের বিষয়টি স্বীকার করে জানান, ঘটনাটি ডাকাতি কিনা তদন্ত করে দেখা হচ্ছে।---ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়