ঢাকা : পাকিস্তানে তালেবান হামলার শিকার ১৬ বছর বয়সী কিশোরী মালালা ইউসুফজাই আগামীকাল (শুক্রবার) নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে সাক্ষাত করবেন।
তবে নিরাপত্তাগত কারণে গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলবেন না। মালালার উপদেষ্টা ও সহযোগীরা সার্বক্ষণিকভাবে তাকে ঘিরে থাকবেন যাতে তাকে কেউ বিরক্ত করতে না পারে!
বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র মার্টিন নেসরিকি এক প্রেস ব্রিফিংয়ে এ সব কথা জানিয়েছেন। তবে তিনি এও বলেছেন, শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে মালালা শুধুমাত্র একটি ফটো-সেশনে অংশ নেবেন; তবে কোনো কথা বলবেন না।
নেসরিকি বলেন, মালালা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাকক্ষে ৫০০ ছাত্র-ছাত্রীর এক সমাবেশে বক্তব্য রাখবেন। এতে তিনি নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরবেন এবং পাকিস্তানে নারী শিক্ষার পক্ষে আন্দোলন চালাতে গিয়ে তাকে কী ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে তা ব্যাখ্যা করবেন। ১৬তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানও নিউ ইয়র্কে পালন করবেন মালালা ইউসুফজাই।
২০১২ সালের ৯ অক্টোবর সোয়াতের মিংগোরা শহরে মালালাকে লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তানের তালেবানরা। এ সময় তার দুই সহপাঠী- সাজিয়া রমজান এবং কায়নাত মারাত্মক আহত হয়। মালালাকে নিয়ে গণমাধ্যমে প্রচারণার ঝড় তোলা হলেও সাজিয়া ও কায়নাতকে নিয়ে তেমন কোনো খবর পরিবেশিত হয়নি।
পরে মালালাকে চিকিতসার জন্য গত ১৫ অক্টোবর পাকিস্তান থেকে ব্রিটেনে নিয়ে যাওয়া হয়। মস্তিস্কের খুলিতে সফল অস্ত্রপাচারের পর ৮ ফেব্রুয়ারি হাসপাতাল ত্যাগ করেন মালালা।
বিশ্লেষকরা মনে করছেন, পাশ্চাত্য ইসলাম ধর্মকে নারী শিক্ষার বিরোধী হিসেবে তুলে ধরার জন্য মালালা ইউসুফজাইকে নিয়ে অহেতুক মাতামাতি করছে। অথচ বাস্তবতা হচ্ছে, ইসলামে নারীশিক্ষার প্রতি যতটা গুরুত্ব আরোপ করা হয়েছে অন্য কোনো ঐশী ধর্মে ততটা গুরুত্ব দেয়া হয়নি।---ডিনিউজ
তবে নিরাপত্তাগত কারণে গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলবেন না। মালালার উপদেষ্টা ও সহযোগীরা সার্বক্ষণিকভাবে তাকে ঘিরে থাকবেন যাতে তাকে কেউ বিরক্ত করতে না পারে!
বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র মার্টিন নেসরিকি এক প্রেস ব্রিফিংয়ে এ সব কথা জানিয়েছেন। তবে তিনি এও বলেছেন, শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে মালালা শুধুমাত্র একটি ফটো-সেশনে অংশ নেবেন; তবে কোনো কথা বলবেন না।
নেসরিকি বলেন, মালালা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাকক্ষে ৫০০ ছাত্র-ছাত্রীর এক সমাবেশে বক্তব্য রাখবেন। এতে তিনি নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরবেন এবং পাকিস্তানে নারী শিক্ষার পক্ষে আন্দোলন চালাতে গিয়ে তাকে কী ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে তা ব্যাখ্যা করবেন। ১৬তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানও নিউ ইয়র্কে পালন করবেন মালালা ইউসুফজাই।
২০১২ সালের ৯ অক্টোবর সোয়াতের মিংগোরা শহরে মালালাকে লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তানের তালেবানরা। এ সময় তার দুই সহপাঠী- সাজিয়া রমজান এবং কায়নাত মারাত্মক আহত হয়। মালালাকে নিয়ে গণমাধ্যমে প্রচারণার ঝড় তোলা হলেও সাজিয়া ও কায়নাতকে নিয়ে তেমন কোনো খবর পরিবেশিত হয়নি।
পরে মালালাকে চিকিতসার জন্য গত ১৫ অক্টোবর পাকিস্তান থেকে ব্রিটেনে নিয়ে যাওয়া হয়। মস্তিস্কের খুলিতে সফল অস্ত্রপাচারের পর ৮ ফেব্রুয়ারি হাসপাতাল ত্যাগ করেন মালালা।
বিশ্লেষকরা মনে করছেন, পাশ্চাত্য ইসলাম ধর্মকে নারী শিক্ষার বিরোধী হিসেবে তুলে ধরার জন্য মালালা ইউসুফজাইকে নিয়ে অহেতুক মাতামাতি করছে। অথচ বাস্তবতা হচ্ছে, ইসলামে নারীশিক্ষার প্রতি যতটা গুরুত্ব আরোপ করা হয়েছে অন্য কোনো ঐশী ধর্মে ততটা গুরুত্ব দেয়া হয়নি।---ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়