কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পল্লীতে এক দৃষ্টি প্রতিবন্ধীকে জোরপূর্বক শ্লীলতাহানীর দায়ে দৌলতপুর থানা পুলিশ লম্পট মুকুল (৩৫) কে গ্রেপ্তার করেছে। থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের তাজপুর এলাকা থেকে তাজপুর গ্রামের মওলা বক্সের ছেলে লম্পট মুকুল পুলিশ গ্রেপ্তার করে। সে গত বুধবার বেলা ১০টার দিকে এক দৃষ্টি প্রতিবন্ধী (২০)কে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ধর্ষিতার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে লম্পট মুকুল পালিয়ে যায়। এ ঘটনায় দিনই ধর্ষিতার মা বাদি হয়ে থানায় মামলা করে।--ডিনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়