ঢাকা: ক্রিকেটের ইতিহাসে রেকর্ডের ছড়াছড়ি। একের পর এক রেকর্ড হতে থাকে আর রেকর্ডের পাতা ভরতে থাকে। এজন্য রেকর্ডের বই রয়েছে বেশ কটি। এসব বছর বছর সং স্করন বের হয়। ভালো দামে বিকোয় । এরুপ রয়েছে এ্যালমানাক, ক্রিকেট রেকর্ড সহ আরো নানা নামে এসব ভলিউম। এবার মাত্র দশটি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচের অভিজ্ঞতা নিয়ে জাতীয় দলে ডাক পেয়ে সবাইকে চমকে দিয়েছিলেন অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাস্টন অ্যাগার। সেই ১৯ বছর বয়সী অজি দ্বিতীয়বার সবাইকে চমকে দেন অ্যাশেজের প্রথম টেস্টেই সেরা একাদশে সুযোগ পেয়ে। তার এই চমকে দেয়ার মিছিল যেন শেষে হতে চাইছে না। বৃহস্পতিবার নিজেদের প্রথম ইনিংসে ১১ নম্বরে ব্যাট করতে নেমে বিশ্ব রেকর্ডই করে বসলেন অভিষিক্ত অ্যাগার। স্পিন বোলার হিসেবে দলে অন্তর্ভুক্ত পশ্চিম অস্ট্রেলিয়ার এ তারকা বোলিংয়ে তেমন কিছু করে দেখাতে পারেননি বটে। কিন্তু নিজের চূড়ান্ত ক্যারিশমাটা বুঝি ব্যাটিংয়ের জন্যই বরাদ্দ রেখেছিলেন অ্যাগার। তাই বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ক্রিজে নেমে ইতিহাস গড়েন। নিজের অভিষিক্ত ম্যাচে ১১ নম্বর ব্যাটসম্যান হিসেবে ব্যাট করে সর্বোচ্চ রান (৯৮) সংগ্রহের নজির গড়েন।যখন অজিরা সামান্য রান পাবার জন্য ধুকছে। সেই দলের বিপর্যয়ের সময়, যখন ১১৭ রানে নয় উইকেট নেই অস্ট্রেলিয়ার, ক্রিজে নেমেছিলেন অ্যাগার। এরপর যা করলেন, তাতে চোখ ছানাবড়া না হয়ে পারে না। ফিল হিউজের সঙ্গে দশম উইকেটে ১৬৩ রানের পার্টনারশিপ গড়েন তিনি। দলকে এগিয়ে দেয়ার সঙ্গে সঙ্গে নিজের ব্যক্তিগত সংগ্রহটাও ঈর্ষার পর্যায়ে নিয়ে গেলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ তারকা টিনো বেস্টকে (৯৫) ছাড়িয়ে এখন শীর্ষ আসনটি তার। দুই ছয় ও ১২ চারে সাজানো ৯৮ রানের ইনিংসে অ্যাগার খেলেছেন ১০২টি বল। মাত্র দুই রানের জন্য সেঞ্চুরী দেখা পাননি অ্যাগার। এটাই তার দুঃখ। ব্রডের বলে সোয়ানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। মনে হয় পরবর্তী আর কোনো টেস্টে না নামলেও হবে তার কারণ টেস্টেও ইতিহাস বুকে নামতো লেখা হয়ে গেছে। যদিও এটা কোন খেলোয়াড়েরই লক্ষ্য হতে পারে না কথার কথা আর কি। যদিও রেকর্ড গড়া হয় রেকর্ড ভাঙ্গার জন্যই। তাই আবারো অপেক্ষা করতে এটার জন্য । এটা হতে পারে মাস ,বছর কিংবা যুগের পর যুগ। তাই আবারো অপেক্ষা...ডিনিউজ
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়