Thursday, July 18

ছাতকে মোবাইল ফোনে উত্যক্ত করার অপরাধে যুবকের অর্থদন্ড

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতকে মোবাইল ফোনে উত্যক্ত করার অপরাধে জয়রাম দাস নামের এক যুবককে অর্থদন্ড অনাদায়ে একমাস কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট আইনুর আক্তার পান্না তার বাস ভবনে উভয় পক্ষের উপস্থিতিতে এ আদেশ দেন। জয়রাম দাস দোয়ারা উপজেলার লক্ষিপুর গ্রামের কবিন্দ্র দাসের পুত্র। সে ছাতক শহরের একটি মোবাইল ফোনের দোকানে চাকুরীর সুবাদে ছাতক পৌর শহরের মন্ডলীভোগ গ্রামের জনৈকা যুবতির সাথে তার পরিচয় হয়। পরবর্তীতে যুবতির মোবাইল নাম্বার সংগ্রহ করে তার মোবাইল ফোনে সময়ে-অসময়ে উত্যক্ত করতে থাকে। বুধবার দুপুরে জয়রামকে আইনুর আক্তার পান্নার ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ৮ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে একমাস কারাদন্ডের আদেশ প্রদান করা হয়।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়