পাকিস্তানের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা (আইএসআই)-এর একটি কার্যালয়ে বোমা হামলায় ৫ জন নিহত হয়েছে। এ হামলায় আরও কমপক্ষে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পাকিস্তানের পুলিশ বুধবারের এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় ইসলামাবাদের শহরের শুক্কুর এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, ঘটনাস্থলে মোট চারটি বিস্ফোরণ ঘটে। এরপরই বন্দুকধারীরা নিরাপত্তা বাহিনীর ভবনটি দখল করে নেয়। এসময় সন্ত্রাসীদের গুলি ও বোমায় পাশের একটি ভবনেও আগুন ধরে যায়।
জাভেদ ওদহো নামে এক জ্যৈষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, দশ জনের ওপরে এটি বন্দুকধারী দল ভবনটিতে হামলা চালায়। এটি একটি সংঘবদ্ধ হামলা।
এদিকে এখনো পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।
সূত্র : বিবিসি।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়