Monday, July 8

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হয় : মেহের আফরোজ চুমকি

গাজীপুর: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হয়। আর বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকলে নির্বাচনে কারচুপি, ভোট ডাকাতি এবং জঙ্গীবাদের উত্থান হয়।

আজ সোমবার গাজীপুরের কালীগঞ্জে ‘কালীগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়’ মাঠে এক সুধী সমাবেশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ খেলাধুলায় আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। নারীর ক্ষমতায়ন হয়।
নারীর ক্ষমতায়নে বাংলাদেশ ইতোমধ্যে সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে মেহের আফরোজ চুমকি বলেন, শেখ হাসিনার একান্ত চেষ্টায় বাংলাদেশের নারীরা আজ ক্ষমতার সর্বোচ্চ্য পর্যায়ে অধিষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে কালীগঞ্জের সাধারণ জনগন, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।পরে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।-ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়