Wednesday, July 17

খোকসায় গলাকাটা লাশ উদ্ধার

কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ উপজেলার শ্যামপুর মাঠের এক পাট ক্ষেত থেকে বুধবার নজরুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে। সকালে ঐ গ্রামের সোলেমান পার্শ্ববর্তী আখ ক্ষেতে কাজ করতে গেলে গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। খোকসা থানা অফিসার ইনচার্জ হরেন্দ্রনাথ সরকার জানায়, নিহত নজরুল ইসলাম রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর গ্রামে সজীব উদ্দিন শেখের ছেলে। সে এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালাত। মঙ্গলবার দুপুর থেকে সে নিখোঁজ বলে তার পরিবার সূত্রে জানা গেছে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়